বাংলাদেশকে কেন অভাগা বললেন আরব আমিরাত অধিনায়ক?

এভাবেও সিরিজ হারা যায়, বাংলাদেশ দলকে না দেখলে হয়তো বিশ্বাস করা কষ্ট হতো। সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে দেশের ক্রিকেট ছিল টালমাটাল। তবু সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশ সিরিজ হারবে, তা বোধহয় খোদ আরব আমিরাতের ক্রিকেটাররাও ভাবেননি।
না ভাবলেও ঘটেছে এমনটিই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে আরব আমিরাত। প্রথম ম্যাচ হারের পর শেষ দুটিতে জিতে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। বুধবার (২১ মে) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দলটি জিতেছে ৭ উইকেটে। সিরিজ জেতা আরব আমিরাত অধিনায়ক নিজেদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে অভাগা বলে আখ্যা দিলেন।
আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা টেস্ট খেলে। কিন্তু, আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছি। আমরা এখানে এভাবে খেলার চেষ্টা করি। শারজার উইকেটে সব দলের জন্যই পরে বোলিং করা কঠিন। বাংলাদেশ ভালো খেলেছে। এটি তাদের দুর্ভাগ্য।’
নিজেদের নিয়ে ওয়াসিম বলেন, ‘এটি অসাধারণ অর্জন। আমাদের দলের সবাইকে ধন্যবাদ। সবাই নিজেদের উজাড় করে দিয়েছেন। সত্যি বলতে আমি ভীষণ খুশি। ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন জানাব। এই সিরিজটা আমাদের কাছে অনেক কিছু। ভবিষ্যতের জন্য এটি সাহায্য করবে।’