প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের একদিন পরই টি-টোয়েন্টি সিরিজের মিশনে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
চলতি বছরই টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে দায়িত্ব নেওয়ার পরে দলকে সেভাবেন সাফল্য এনে দিতে পারেননি তিনি। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হয়েছে হোয়াইটওয়াশ।
তবে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন অধিনায়ক লিটন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটেতো অনেকদিন ধরেই খেলছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে ক’দিন আগে। তো আমার আশা আমরা টিম হিসেবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারব।’
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে শুরুটাই হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে আশা জাগালেও শেষ ম্যাচে এই পাল্লেকেলেতেই ব্যাটিং ব্যর্থতায় সিরিজজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার টি-টোয়েন্টির মিশনে কি করে সেটাই দেখার অপেক্ষা।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।