আফগানদের হারিয়ে সুখবর পেল বাংলাদেশ দল

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠতে এখন সমীকরণ মেলাচ্ছে বাংলাদেশ। এরমধ্যে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আইসিসি তাদের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। দলীয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল সুখবর পেলেও বোলাররা পেয়েছেন দুঃসংবাদ।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে পেছনে ফেলে এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আফগানিস্তান।
বোলারদের মধ্যে পেসার মুস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ১৫ নম্বরে। শেখ মেহেদি হাসন দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। সবচেয়ে বেশি পিছিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই দুই পেসার পাঁচ ধাপ করে পিছিয়েছেন। তাসকিন নেমে গিয়েছেন ৩০ নম্বরে, আর শরিফুল ৬০ নম্বরে।
বোলাদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৪২ নম্বরে। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পেছনে ফেলে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। তিন ধাপ ওপরে উঠেছেন তিনি, তার রেটিং পয়েন্ট ৭৩৩। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৮৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এক ধাপ করে ওপরে উঠে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই ইংলিশ ব্যাটার ফিল সল্ট ও জশ বাটলার।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওপেনার তানজিদ হাসান তামিম চার ধাপ ওপরে উঠে এখন ৩৫ নম্বরে। জাকের আলী অনিক তিন ধাপ এগিয়ে আছেন ৫৭ নম্বরে।
অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন ৪২ নম্বরে। আট ধাপ পিছিয়ে পারভেজ হোসেন ইমন আছেন ৭৫ নম্বরে।