টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

দুই ম্যাচের টেস্ট আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে, সিরিজ শুরুর আগেই পরিবর্তন আনা হয়েছে সেই স্কোয়াডে। আজ শনিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তনের বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের জন্য গত মাসে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল অসিরা। সেই স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার স্পেন্সার জনসন। পিঠের চোটে ভুগছেন তিনি। আর আসন্ন দক্ষিণ আফ্রিকার সফরের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে দলের তারকা জস হ্যাজেলউডকে। দেশে ফিরে যাবেন তিনি।
এই দুই পেসারের পরিবর্তে স্কোয়াডে ডাক হয়েছে একজন ব্যাটার ও একজন পেসারকে। দলে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। আর বোলিংয়ের শক্তি বাড়ানোর জন্য ডাকা হয়েছে পেসার জাভিয়ার বার্টলেকে।
আগামী ২০ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ২২ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচ হবে জ্যামইকার কিংস্টন স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৫ ও ২৬ জুলাই। ২৮ জুলাই হবে মাঠে গড়াবে শেষ ম্যাচ। এই তিনটি ম্যাচ হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, বেন ডোয়ার্শিস, জশ ইংলিস, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, নাথান এলিস, অ্যারন হার্ডি, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, অ্যাডাম জ্যাম্পা, জাভিয়ার বার্টলে।