বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি
শুরুর ধাক্কা সামলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতার পুরনো ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। ব্যর্থ হয়ে ফিরেছেন বাংলাদেশের দুই ওপেনার। শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক লিটন দাস আর তাওহিদ হৃদয়।
আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ২৭ বলে ৩৩ রানে লিটন ও ২২ বলে ২৯ রানে হৃদয় অপরাজিত আছেন।
ম্যাচের পঞ্চম বলেই ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। নোয়ান থুষারার বলে স্ট্রেট ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি তিনি। ৩ বলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন বোল্ড হয়ে। পরের ওভারেই বিনুরা ফার্নান্দোর বলে ফেরেন তানজিদ হাসান তামিম। ফেরার আগে ৮ বলে ৫ রান করেন তিনি।
তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টি তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে উরুর চোটের কারণে খেলা হয়নি জাকের আলী অনিকের। তবে, চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। বাদ পড়েছেন প্রায় দুই বছর পরে দলে ফেরা মোহাম্মদ নাঈম শেখ। দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদও নেই দ্বিতীয় ম্যাচের একাদশে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দ্বিতীয় টি-টোয়েন্টি টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি তাই এখন পরিণত হয়েছে বাঁচা-মরার ম্যাচে। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টসে জিতে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।