জয়ের পর যা বললেন অধিনায়ক লিটন

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে জয়টা পেয়েছে বাংলাদেশ। শুধু জয় নয় শ্রীলঙ্কাকে আজ নাকানি-চুবানি খাইয়ে বড় ব্যবধানে জিতেছে লিটন দাসের দল।
আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। ফলে ৮৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
টাইগারদের এই জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক লিটন দাসের। ব্যাট হাতে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার ৫০ বলে ৭৬ রান ও শামীম হোসেনের ৪৮ রানের ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। এরপর শরিফুল-সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
৭৬ রানের ওই ইনিংসের কারণে ম্যাচসেরা হয়েছেন লিটন। সেই পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় নিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন লিটন।
লিটন বলেন, ‘চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।’
৩ উইকেট নিয়ে এ ম্যাচে সর্বোচ্চে উইকেট শিকারি রিশাদ হোসাইন। তার প্রশংসা করতেও ভোলেননি লিটন। তিনি বলেন, ‘রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা তখন ভালো করি। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।’