সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ
ভুটানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ম্যাচে ফেভারিটের তকমা বাংলাদেশের গায়ে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ঘরের মাঠে শুরুটা দারুণ করে। প্রথম থেকেই চেপে ধরে প্রতিপক্ষকে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে ভুটানের বিপক্ষে বাংলার মেয়েরা এগিয়ে ১-০ গোলে।
ম্যাচের তৃতীয় মিনিটে বল পান তৃষ্ণা রাণী। রক্ষণভাগকে পেছনে ফেলায় সামনে কেবল ভুটান গোলরক্ষক পিমা ইয়াংজম। ওয়ান টু ওয়ানে তৃষ্ণা শট নিলেও পিমা তা ঠেকিয়ে দেন। ষষ্ঠ মিনিটে আবারও চেষ্টা করেছিকেন তৃষ্ণা। সেবারও ঠেকান গোলরক্ষক।
সপ্তম মিনিটে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। ডানপ্রান্ত থেকে উমহেলা মারমার বাড়ানো বলে পা ছোঁয়ান তৃষ্ণা। ব্যর্থ হন। ফিরতি শটে ভুল করেননি শান্তি মারডি। বল জালে পাঠিয়ে এগিয়ে নেন বাংলাদেশকে।
১৪ মিনিটে আরেকটি সুযোগ আসে বাংলাদেশের সামনে। উমহেলার ডিফেন্সচেরা ক্রস থেকে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি শান্তি। চেষ্টার অবশ্য কমতি তিনি রাখেননি। গোলের পর দুদলের লক্ষ্য ছিল মাঝমাঠের দখল নেওয়া। বৃষ্টির পানিতে মাঠের অবস বেহাল থাকায় তা আর হয়নি। এভাবেই কাটে কিছু সময়৷ ২৭ মিনিটে লিড বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের সামনে। বাম দিক থেকে আসা বলে উমহেলা শট নিয়েছিলেন। সেটি বার পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান বাড়ানো হয় না।
৩৯ মিনিটে শান্তি তৈরি অসাধারণ এক সুযোগ। বাম প্রান্ত থেকে একাই ঢুকে যাব ভুটানের রক্ষণে। জোরালো শট ছিল ঠিক বার বরাবর। ভুটান গোলরক্ষকের দারুণ সেইভে বঞ্চিত হয় বাংলাদেশ।
মাঝে বাংলাদেশ শিবিরে কয়েকবার হানা দেয় ভুটান। স্বাগতিক গোলরক্ষক মিলি আক্তারের কল্যাণে বেঁচে যায় বাংলাদেশ।