সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ-ভুটান ম্যাচের প্রথমার্ধ এক মাঠে, দ্বিতীয়ার্ধ আরেকটায়

বসুন্ধরার অ্যাকডেমির প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয়ার্ধ। ছবি : এনটিভি অনলাইন
বাংলাদেশ-ভুটান ম্যাচ সাক্ষী হলো অদ্ভুত এক গল্পের। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মঙ্গলবার (১৫ জুলাই) প্রথমার্ধের ৪৫ মিনিট অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়৷ বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ নিয়ে শঙ্কা ছিল শুরু থেকেই। প্রথমার্ধ শেষে মাঠের পরিস্থিতি প্রতিকূল হওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ।
একটা সময় ভাবা হয়েছিল ম্যাচটি পরিত্যক্ত হবে। পরবর্তীতে নেওয়া হয় অবাক করা সিদ্ধান্ত। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাকডেমি প্র্যাকটিস গ্রাউন্ডে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের বাসে করে নিয়ে আসা হয় নতুন মাঠে।
খেলা শুরুর সময় দেওয়া হয়েছে ৬টা ৪৫ মিনিটে। প্রস্তুত করা হচ্ছে নতুন মাঠ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। দলের পক্ষে সপ্তম মিনিটে গোল দেন শান্তি মারডি।