মাঠে নামার আগে সুখবর পেলেন লিটন-রিশাদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। আজ বুধবার (১৬ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা পরের ম্যাচে তুলে নেয় ৮৩ রানের জয়। টি-টোয়েন্টির বিবেচনায় যা বিশাল ব্যবধান।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ। দেখিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলন। ছন্দে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। বল হাতে অনবদ্য ছিলেন রিশাদ হোসেন। তৃতীয় ম্যাচের আগে আজ দুজনই পেয়েছেন সুখবর। আইসিসির সর্বশেষ হা্লনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ এগিয়েছেন লিটন ও রিশাদ।
দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন লিটন। তাতে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে লিটন এখন আছেন ৪৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৪১। এক ধাপ এগিয়ে তাওহিদ হৃদয় আছেন ৪১ নম্বরে।
সবচেয়ে বড় লাফটা দিয়েছেন রিশাদ। বল হাতে দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। তাতে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন রিশাদ। ৬২৩ রেটিং পয়েন্ট ও র্যাঙ্কিংয়ে ১৭ নম্বর জায়গা, দুটিই তরুণ এই তারকার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা।