পরিবর্তিত ভেন্যুতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেই কোনো ফাইনাল। চার দল নিয়ে চলমান আসরে প্রতিটি দল খেলবে ছয় ম্যাচ করে। শীর্ষ দলের হাতে উঠবে শিরোপা। ঘরের মাঠে শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশ আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) মুখোমুখি হবে ভুটানের।
গত ১৫ জুলাই ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। সেই ম্যাচে দেশের ফুটবল সাক্ষী হয়েছিল নতুন এক গল্পের। প্রথমার্ধ অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। বৈরি আবহাওয়ায় মাঠ খেলার অনুপযোগী হলে পরের অর্ধ অনুষ্ঠিত হয় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের প্র্যাকটিস গ্রাউন্ডে। টুর্নামেন্ট কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আসরের বাকি ম্যাচগুলো প্র্যাকটিস মাঠেই হবে।
ঘরের মাঠে ভুটানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। আগের ম্যাচে যেভাবে আধিপত্য রেখে খেলেছে পিটার বাটলারের শিষ্যরা, তাতে আজও জয়ের প্রত্যাশা রাখছে ভক্তরা। বাটলারও চাইবেন, আজকের ম্যাচ জিতে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে।
নেপালের বিপক্ষে লাল কার্ড দেখায় গত ম্যাচে খেলতে পারেননি সাগরিকা। দলের অন্যতম সেরা তারকা কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, তা এখনও জানা যায়নি। তবে, ভুটানের বিপক্ষে ম্যাচে সাগরিকার অভাব বুঝতে দেননি শান্তি মারডি। তিনি হ্যাটট্রিক তুলে নেন।