শ্রীলঙ্কাকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারানো নিয়ে কারও শঙ্কা ছিল না। বাংলাদেশ হারেওনি। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শনিবার (১৯ জুলাই) বাংলাদেশে খেলেছে দাপটের সঙ্গে। বসুন্ধরা প্র্যাকটিস গ্রাউন্ডে তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়। এতে ৫ ম্যাচে টানা ৫ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। চার দলের আসরে সবার ওপরে আফঈদা-শান্তিরা।
শুরু থেকে আধিপত্য রেখে খেললেও বাংলাদেশ প্রথম গোল পায় ২৫ মিনিটে। মিডফিল্ডার কানন রাণী বাহাদুর এগিয়ে নেন লাল-সবুজের দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবার স্কোরবোর্ডে নাম লেখান ডিফেন্ডার পূজা দাস। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর বাংলাদেশ আরও শানিত আক্রমণ সাজায়। এই সময়ে পিটার বাটলারের শিষ্যরা লঙ্কানদের ওপর কর্তৃত্ব করেন। তবে, গোল পাওয়া হচ্ছিল না। কাঙ্ক্ষিত গোল আসে ৭৩ মিনিটে। নিজের দ্বিতীয় গোল করেন পূজা।
৮৭ মিনিটে চতুর্থবার দলকে গোলের আনন্দে মাতান তৃষ্ণা রাণী। দারুণ এক গোলে দর্শকদের উল্লাসে মাতান তিনি। লঙ্কান কফিনে শেষ পেরেক ঠোকেন অধিনায়ক আফঈদা খন্দকার। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। বাংলাদেশ পায় ৫-০ গোলের জয়।
আগামী ২১ জুলাই শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট পূর্ণ ১৫। নেপালের ১২। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন স্বাগতিকরা। হারলে শিরোপা যাবে নেপালের ঘরে।