এশিয়া কাপের আগে স্পন্সর হারাচ্ছে ভারত

‘ড্রিম ১১’-এর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের চুক্তি ছিল ২০২৬ সালের জুলাই পর্যন্ত। সেই অনুযায়ী আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপেও ভারতের স্পন্সর থাকার কথা ছিল ড্রিম ১১-এর। কিন্তু সেই চুক্তিতে এবার ছেদ পড়ছে। ভারতীয় দলের স্পন্সর থাকছে না ড্রিম ১১।
মূলত কিছুদিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাস করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন আইন অনুযায়ী অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। ড্রিম ১১ এমন একটি প্রতিষ্ঠান হওয়ায় নিষিদ্ধ হচ্ছে তারা। ফলে ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে হতে পারে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ড্রিম ১১-এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন। বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে তারা দেখা করে জানিয়েছেন, স্পনসর হিসেবে আর থাকতে পারবে না ড্রিম ১১। ফলে এশিয়া কাপে দলের কোনো প্রধান স্পনসর থাকবে না। খুব তাড়াতাড়ি বোর্ড নতুন স্পনসরের জন্য দরপত্র হাঁকবে।’
২০২৩ সালে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি হয় ড্রিম ১১ এর। ২০২৬ সাল পর্যন্ত ৩ বছরে ৪৪ মিলিয়ন ডলারের চুক্তি হয়। বাংলাদেশি টাকায় যেটা প্রায় ৩৫৮ কোটি টাকা। তবে মাঝপথে এসে চুক্তি ভঙ্গ করলেও কোনো ক্ষতিপূরণ দিতে হচ্ছে না ড্রিম ১১ কে।
চুক্তির একটি শর্ত অনুযায়ী বেচে যাচ্ছেন তারা। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির একটি শর্তে লেখা ছিল, যদি সরকারের কোনো নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ভঙ্গ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ড্রিম ১১। বিসিসিআইয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।