বিয়ের আগেই বিচ্ছেদের চুক্তিতে স্বাক্ষর রোনালদোর

কয়েকদিন আগেই নিশ্চিত হয়েছে, দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ডায়মণ্ডের আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। আর্জেন্টাইন মডেল জর্জিনাও দীর্ঘদিন একসঙ্গে থাকা সঙ্গীর প্রস্তাবে না করেননি। ইনস্টাগ্রামে জর্জিনাকে পরানো সেই আংটির ছবি আপলোড করে বিষয়টি নিজেই সামনে এনেছিলেন রোনালদো।
আংটি পড়ালেও এখনও বিয়ে সম্পন্ন হয়নি রোনালদো-জর্জিনার। তার আগেই সামনে এলো নতুন খবর। বিয়ের আগেই বিচ্ছেদের চুক্তি সম্পন্ন করে নিয়েছেন জর্জিনা। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এ খবর জানিয়েছে।
গুইয়া জানিয়েছে, বাকি জীবন একসঙ্গেই কাটাতে চান রোনালদো ও জর্জিনা। কিন্তু কোনো কারণে যদি সেই সম্পর্কে ফাটল ধরে এবং সেটি বিচ্ছেদ পর্যন্ত গড়ায়, তাহলে যতদিন বেঁচে থাকবেন ততদিন রোনালদোর কাছে থেকে ভরণপোষণ বাবদ অর্থ পাবেন জর্জিনা। শর্ত অনুযায়ী প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা পাবেন তিনি।
প্রায় ১০ বছর সঙ্গে থাকছেন রোনালদো ও জর্জিনা। পর্তুগিজ তারকাকে জর্জিনার সঙ্গে থাকার সুযোগ করে দিতে নিজেদের আইনে শিথিলতা পর্যন্ত এনেছিল সৌদি আরব। রোনালদো-জর্জিনার সংসারে আছে পাঁচ সন্তান। যার মধ্যে রোনালদোর দুটি সন্তান জর্জিনার গর্ভে ধারণ করা। চুক্তিটি এখন সামনে আসলেও এটি স্বাক্ষর করা ছিল মূলত জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভে ধারণ করেন তখনই।
রোনালদো-জর্জিনার সেই বিচ্ছেদ চুক্তির এখানেই শেষ নয়। ক্যারিয়ারের লম্বা সময় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। সেই শহরে একটি বিলাসবহুল বাড়ি আছে রোনালদোর। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দুজন।
বিশ্বের অন্যতম ধনী ফুটবলার রোনালদো। চুক্তি অনুযায়ী, যদি দুজনের বিচ্ছেদ হয়ে যায় তাহলে, পর্তুগিজ তারকার সেই সম্পদেরও বড় একটা অংশ পাবেন জর্জিনা। পর্তুগিজ সংবাদ মাধ্যমটির মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা।