কবে, কোথায় হবে রোনালদো-জর্জিনার বিয়ে?

আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ৯ বছরের সম্পর্ক পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এই দম্পত্তির ঘরে পাঁচটি সন্তানও আছে। অবশেষে গাটছাড়া বাঁধতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। ক’দিন আগে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। আর্জেন্টাইন মডেলও সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে রোনালদোর দেওয়া আংটির পরা ছবি আপলোড দিয়ে সেটি জানিয়েছিলেন জর্জিনা। এরপর থেকেই রোনালদো ভক্তদের প্রশ্ন- কবে, কোথায় হবে এই দুজনের বিয়ে?
সেই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেল। স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে বিশেষ কিছু খবর দিয়েছেন। যেখানে তিনি বলেছেন, শুধু আংটিই নয়, জর্জিনাকে আরও অনেক উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।
গুজমান বলেন, ‘আমি এক্সক্লুসিভলি বলতে পারি যে, আংটি ছাড়াও জর্জিনাকে আরও উপহার দিয়েছেন রোনালদো। যার মধ্যে আছে- পোরশে গাড়ি, দুটি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুইজন বিখ্যাত ডিজাইনারের দুটি পোশাক (যার মূল্য ৩০ হাজার ইউরোর বেশি)।’
রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ অবশ্য এখনো ঠিক হয়নি। সাংবাদিক গুজমান বলেন, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন।’
পর্তুগিজ তারকার বিয়ের নির্দিষ্ট তারিখ না জানা গেলেও একটা বিষয় নিশ্চিত করেছেন গুজমান। চলতি বছরে বিয়ে হচ্ছে না তাদের। তিনি বলেন, ‘তারা আমাকে বলেছেন, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। তখন তার বয়স হবে ৪১ বছর। বিয়ের মাধ্যমে ফুটবল থেকে স্মরণীয় বিদায় নিতে চান তিনি।’
স্পষ্ট না হলেও গুজমান ধারণা দিয়েছেন কোথায় হতে পারে এই তারকাদের বিয়ে। তিনি বলেন, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।’