দ্রুততম মানবের খেতাব উদ্ধার করলেন ইমরানুর

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কিন্তু চোটের কারণে সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি তিনি। হারিয়েছিলেন দ্রুতততম মানবের খেতাব। চোট কাটিয়ে সামার অ্যাথলেটিকস দিয়ে ফিরলেন অ্যাথলেটিকস ট্র্যাকে। ফিরেই উদ্ধার করলেন খেতাব।
আজ শুক্রবার (২২ আগস্ট) জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০ দশমিক ৬৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টারে টাইমিং করে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দৌড়ানো ইমরানুর। ঘরোয়া প্রতিযোগিতায় এ নিয়ে ১০০ মিটারে পঞ্চমবার সেরা হলেন ইমরানুর।
ইমরানুরের অনুপস্থিতিতে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের পদক জিতেছিলেন ইসমাইল হোসেন। এবার সামার অ্যাথলেটিকসে এসে তৃতীয় হয়েছেন তিনি। ১০ দশমিক ৮৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন তিনি। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মোতালেব। ১০০ মিটার স্প্রিন্টার তিনি শেষ করেছেন ১০ দশমিক ৮৬ সেকেন্ডে।
সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনেই হয়েছে দুটি রেকর্ড। সেটি অবশ্য দৌড়ে নয়। ডিসকাস থ্রোয়ের পুরুষ ইভেন্টে ৪৬ দশমিক ৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিম। ২০১০ সালে ৪৪ দশমিক ৯৮ মিটার অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন আজহারুল ইসলাম।
অন্যদিকে, শটপুটের মহিলা ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম ১৩ দশমিক ৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জাকিয়া আক্তারের গড়া ১৩ দশমিক ৫২ মিটারের রেকর্ড।