২০২৬ বিশ্বকাপের ড্র কবে, কোথায়— জানালেন ট্রাম্প

দিন যত গড়াচ্ছে, দর্শকের আগ্রহের কেন্দ্রে পরিণত হচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে বসবে বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে এবং কে কার বিপক্ষে খেলবে, তা নিয়ে নানা ছক কষছে ফুটবলপ্রেমীরা। সবকিছুই জানা যাবে ড্রয়ের মাধ্যমে। ড্র কবে হবে, সেটি জানালেন মারিন্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২৬ সালে অনুষ্ঠেয় পুরুষদের ফুটবল বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন ট্রাম্প।
আগে ধারণা করা হয়েছিল লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র। যুক্তরাষ্ট্রে সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালে। সেই আসরের ড্র হয়েছিল লাস ভেগাসে। তবে এবারের ড্র সেখানে হচ্ছে না।
ফুটবল ইতিহাসের সবচেয়ে বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী আসরটি। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে ৪৮ দলের টুর্নামেন্ট। ড্রতে ৪৮টি দলকে চারটি করে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে যাবে। মোট ম্যাচ সংখ্যা ১০৪, ফিফা সভাপতির ভাষায় যা ‘১০৪টি সুপার বোলের সমান।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি খেলাধুলার সবচেয়ে বড় ইভেন্ট। বিশ্বব্যাপী এই ইভেন্টে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের আমাদের দেশের রাজধানীর সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা একটি অসাধারণ সম্মানের বিষয়।’
এ সময় বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন ফিফা সভাপতি। ট্রাম্প সেটি হাতে তুলে রসিকতা করে বলেন, ‘আমি কি এটা রেখে দিতে পারি?’