বিশ্বকাপ দল নিয়ে বিসিবিকে খোঁচা দিলেন রুমানা

আগামী সেপ্টেম্বরে ভারতে বসবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুতি চলছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপের জন্য চমক দিয়ে স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন নতুন মুখকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও নিশিতা আক্তার নিশি এবং উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক আছেন এই তালিকায়।
আজ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশের স্কোয়াড নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুমানা আক্তার। যেখানে জাতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি সুক্ষ্মভাবে প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে।
নিজের স্ট্যাটাসের শুরুতে দলের সবাইকে অভিনন্দন জানিয়ে রুমানা লিখেছেন, ‘ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সব নারী খেলোয়াড়কে অভিনন্দন। ওয়ার্ল্ড কাপে সকলের জন্য থাকবে দোয়া ও শুভকামনা এবং অবশ্যই সবার ভালো পারফরম্যান্সের আশা করব।’
পরের লাইনেই যেন নির্বাচকদের খোঁচা মারলেন রুমানা। তিনি লিখেছেন, ‘সেই সাথে আমাদের সিলেকশন প্যানেলকে অভিনন্দন। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এতগুলো নতুন মুখ উপহার দেওয়ার জন্য। আপনাদের সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই ওয়ার্ল্ড কাপে খেলানোটা সত্যিই অসাধারণ। অসাধারণ আপনাদের প্ল্যান।’
রুমানা যোগ করেন, ‘ওয়ার্ল্ড কাপে যে সাহসটা আপনারা দেখিয়েছেন এবং যে চ্যালেঞ্জ আপনারা নিয়েছেন সেটা সত্যি বিরল হয়ে থাকবে। কিন্তু তাদের আরেকটু অভিজ্ঞ করে নেওয়া উচিত ছিল। তাদের কাছে এখনো অনেক সময় পড়ে আছে অভিজ্ঞতা অর্জন করার। কারণ ওয়ার্ল্ড কাপ লেভেলে অভিজ্ঞরাই খেলে। ওয়ার্ল্ড কাপ থেকে শিক্ষা নেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশা করি আপনারা এই ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন।’
বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন রুমানা আক্তার। বিশ্বকাপেও তার ওপর আস্থা রাখেনি নির্বাচক প্যানেল।