যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করতেই ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৩০ আগস্ট) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডেসের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।
স্টেডিয়ামে বসে খেলা দেখার পাশাপাশি ঘরে বসেও দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা। খেলাটি সরাসরি দেখাবে দুই বাংলাদেশি টেলিভিশন চ্যানেল- টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা খেলাটি উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই ডাচদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে লিটন-জাকেররা।
ডাচদের বিপক্ষে পূর্বের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৫ বারের দেখায় ৪টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ এবং হেরেছে ১টি ম্যাচে। নেদারল্যান্ডসের একমাত্র জয়টিও এসছে এক যুগেরও বেশি সময় আগে, ২০১২ সালে। দু'দল সর্বশেষ এই সংস্করণে মুখোমুখি হয় ২০২৪ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কিংসটাউনে সেই ম্যাচে ২৫ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।