নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ শনিবার (৩০ আগস্ট)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমাদের মনোযোগ এই সিরিজকে নিয়েই। ছেলেরা অনেকদিন ধরে অনুশীলন করছে। নিজেদের তৈরি করছে। আশা করি ভালো একটি সিরিজ হবে এটি।’
বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। নিজেদের ঘরের মাঠ এবং পরিচিত কন্ডিশনে তাই আজকের ম্যাচে লিটন-জাকেররা ফেভারিট হিসেবেই নেমেছে।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই ডাচদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে সিলেটে ১০ দিনের কঠোর অনুশীলন এবং জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং কৌশল শিখেছে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষায় ম্যাচে তার কতটুকু প্রফিলন ঘটাতে পারে তারা।
ডাচদের বিপক্ষে পূর্বের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৫ বারের দেখায় ৪ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ এবং হেরেছে ১ টি ম্যাচে। নেদারল্যান্ডসের একমাত্র জয়টিও এসছে এক যুগেরও বেশি সময় আগে, ২০১২ সালে। দুদল সর্বশেষ এই সংস্করণে মুখোমুখি হয় ২০২৪ সালে। অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিংসটাউনে সেই ম্যাচে ২৫ রানে জয় পায় বাংলাদেশ।