বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের মিশন

এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা শুরু হয়েছে দারুণ এক জয় দিয়ে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে নেদারল্যান্ডসকে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারিয়েছে সাইফ-তাসকিনরা। লক্ষ্য এখন জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করা।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ডাচদের বিপক্ষে ঘরের মাঠে জয় না পেলে সেটিই বরং আলোচনার জন্ম দিত। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বড় জয় প্রমাণ করেছে, ঘরের মাঠে বাংলাদেশই ফেভারিট।
সিলেটে লম্বা প্রস্তুতি প্রথম ম্যাচে কাজে লাগিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদ তুলে নিয়েছেন চার উইকেট, লিটন দাসের ব্যাট থেকে এসেছে ম্যাচ জেতানো ফিফটি। তবে, সবচেয়ে বড় আবিষ্কার সাইফ হাসান।
টেস্ট ব্যাটারের তকমা পাওয়া সাইফ ব্যাটে-বলে প্রমাণ দিয়েছেন সামর্থ্যের। বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট তোলার পর ব্যাট হাতে অপরাজিত ৩৬ রান। ঝড়ো ব্যাটিংয়ে সহজ করেন বাংলাদেশের জয়ের পথ। সবমিলিয়ে সাইফকে নিয়ে সবার মুখে ঝরেছে বন্দনা। আজকের ম্যাচেও নজর থাকবে তার ওপর।
বাংলাদেশকে অবশ্য সহজ সিরিজ জিততে দেবে না নেদারল্যান্ডস। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ডাচদের কণ্ঠে। সংবাদ সম্মেলনে গতকাল ডাচ ক্রিকেটার নোয়াহ ক্রোস বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আমরা প্রথম ম্যাচের ভুল থেকে শিখেছি। আশা করি, সামনের ম্যাচে সেগুলো কাজে লাগাতে পারব। সিরিজ না জেতার কোনো কারণ দেখছি না।’