সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচের দাপুটে জয় এগিয়ে রেখেছে বাংলাদেশকে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মিশন সিরিজ নিশ্চিত করা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সেই লক্ষ্যেই ডাচদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, 'প্রথম ম্যাচে ছেলেরা দারুণ করেছে। যার যার জায়গা থেকে সবাই চমৎকার ছিল। উইকেট যথেষ্ট ভালো। আমাদের লক্ষ্য আজও একই থাকবে। আমরা জিততে চাই।'
বাংলাদেশকে অবশ্য সহজ সিরিজ জিততে দেবে না নেদারল্যান্ডস। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ডাচদের কণ্ঠে। সংবাদ সম্মেলনে গতকাল ডাচ ক্রিকেটার নোয়াহ ক্রোস বলেছিলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আমরা প্রথম ম্যাচের ভুল থেকে শিখেছি। আশা করি, সামনের ম্যাচে সেগুলো কাজে লাগাতে পারব। সিরিজ না জেতার কোনো কারণ দেখছি না।’