শেষ ম্যাচে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়া কাপের মিশনে যাওয়ার লক্ষ্য টাইগারদের। সেই লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে কোনো লড়াই করতে পারেনি ডাচরা। টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে নেদারল্যান্ডসের ব্যাটাররা। ডাচ বোলাররাও কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি। হেসে-খেলেই জিতেছে বাংলাদেশ।
তবে শেষ ম্যাচে অন্তত একটা জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য নেদারল্যান্ডসের। গতকাল সংবাদ সম্মেলনে এসে সেই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নেদারল্যান্ডস জাতীয় দলের ক্রিকেটার শেরিজ আহমেদ। তিনি বলেন, ‘আমরা আশা করছি শেষ ম্যাচটি অন্তত জয় নিয়ে ফিরতে পারবো। যে কারণে আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করছে।’