আইসিসি থেকে সুখবর পেলেন তানজিদ-লিটন

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাসও রানে ফিরেছেন। ভালো খেলার সেই পুরস্কারও এবার পেলেন তারা। আইসিসি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই দুই ক্রিকেটারের।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ছেলেদের র্যাংকিংয়ের সাপ্তাহিক অবস্থান প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দেখা যায় টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন তামিম। এক ধাপ অগ্রগতি হয়েছে লিটন কুমার দাসের।
বর্তমানে ৫৬২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ৩৬তম স্থানে আছেন তামিম। সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটসম্যানদের তালিকায় এই ওপেনারের উপরে নেই বাংলাদেশি আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান ৪৭তম।
সিলেটে প্রথম দুই ম্যাচেই ব্যাটিং পাননি তাওহিদ হৃদয়, জাকের আলি অনিকরা। যে কারণে র্যাংকিংয়ে অবনতি হয়েছে এই দুই ব্যাটারের। ছয় ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন হৃদয় আর চার ধাপ পিছিয়ে জাকের নেমে গেছেন ৬৩ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে আগের মতোই ১২তম স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১৭ নম্বরে শেখ মেহেদি হাসান, যার শিকার দুই ম্যাচে একটি। তাসকিন আহমেদও আছেন আগের মতোই ৫ম স্থানে।
অন্যদিকে, একধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন লেগস্পিনার রিশাদ হোসাইন। তিন ধাপ পিছিয়েছেন পেসার শরিফুল ইসলাম। তিনি আছেন ৫০ নম্বরে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের প্রথম ৩৫ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে শেখ মেহেদি হাসান।