বৃষ্টি বাধায় ২০ ওভারের আগেই থামল বাংলাদেশের ইনিংস

সিলেটে তৃতীয় টি-টোয়েন্টিতে বাধ সেঁধেছে বেরসিক বৃষ্টি। দুইবারের বৃষ্টি বাঁধায় নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৮.২ ওভারেই থেমেছে বটাইগারদের ইনিংস। দীর্ঘদিন পরে দলে ফিরে আস্থার প্রতিদান দিয়েছেন নুরুল হাসান সোহান। লিটন দাসের ব্যাটেও ছিল চওড়া হাসি। এতে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময়ও সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ফলে এখনো চূড়ান্ত হয়নি বৃষ্টি আইনে কত রানের লক্ষ্য দাঁড়াবে ডাচদের সামনে।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ভালো করতে পারেননি সাইফ হাসান। ৮ বলে ১২ রান করে ফিরেছেন তিনি। তাওহিদ হৃদয়ও ফিরেছেন হতাশ করে। টেস্ট সুলভ ব্যাটিংয়ে তিনি খেলেছেন ১৪ বলে ৯ রানের ইনিংস।
এই দুজনের ব্যর্থতার আড়ালে লিটন দাস ছিলেন উজ্জ্বল। আগের ম্যাচের মতো এ ম্যাচেও হেসেছে তার ব্যাট, তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি। ডাচ বোলারদের শাসন করে তিনি ফিরেছেন ৪৬ বলে ৭৩ রানের ঝঁকঝঁকে ইনিংস খেলে। সিরিজে প্রথমবার ব্যাটিং করতে নেমে শামীম পাটোয়ারীও টি-টোয়েন্টির চাহিদা মেটাতে পারেননি। ১৯ বলে ২১ রানের মন্থর ইনিংস খেলেছেন তিনি।
তবে দীর্ঘদিন পরে একাদশে ফিরে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে মিলে ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ২৩ বলে ৪২ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার।
এরপর ১৮.২ ওভারে বৃষ্টি এলে বন্ধ হয় খেলা। পরে ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ। জাকের অপরাজিত ছিলেন ১৩ বলে ২০ রানে আর সোহান ১১ বলে ২২ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৮.২ ওভারে ১৬৪/৪ (সাইফ ১২, লিটন ৭৩, হৃদয় ৯, শামীম ২১, জাকের ২০*, সোহান ২২*; আরিয়ান ৩.২-০-১৯-০, কেইল ৪-০-৫৩-৩, ড্যানিয়েল ৪-০-৪৫-০, ভ্যান ম্যাকিরিনি ৩-০-২৭-০, প্রিঙ্গেল ৪-০-১৮-১)