মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

ব্রাজিলের কোচ হিসেবে ঐতিহাসিক মারাকানার ডাগআউটে প্রথমবার দাঁড়ালেন কার্লো আনচেলত্তি। তবে তার শিষ্যরা তাকে নিরাশ করেননি। দলের সেরা তারকাদের ছাড়া মাঠে নেমেও দুর্দান্ত এক জয় তুলে নেয় ব্রাজিল। এদিন নেইমার-ভিনিসিয়াসদের অভাবটা বুঝতে দেননি হেনরিক-গিমারেসরা। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মারাকানায় চিলির বিপক্ষে একচেটিয়া দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ব্রাজিল।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বজায় রেখেই খেলেছে ব্রাজিল। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখলে রেখে ২২টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি মাত্র ৩টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেললেও চিলির শক্ত রক্ষণভাগ বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। ম্যাচের ৩৮ মিনিটে এস্তেভাও অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করে এগিয়ে নেন ব্রাজিলকে। এটি ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল। এই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে কোচ কিছু পরিবর্তন আনেন, আর তাতেই বদলে যায় ম্যাচের চিত্র। বিশেষ করে লুইস হেনরিকের নামার পর আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৭২ মিনিটে বাঁ পাশ দিয়ে দারুণ ড্রিবল করে হেনরিক ক্রস বাড়িয়ে দিলে হেডে গোল করে গোল ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা।
শেষদিকে ব্রাজিলের তৃতীয় গোলেও বড় ভূমিকা ছিল হেনরিকের। ব্রুনো গিমারেসেরে সঙ্গে দারুণ এক সমন্বয় গড়ে তুলে বল পেয়ে চিলির পাউলো দিয়াজকে কাটিয়ে জোরালো শট নেন হেনরিক, যা ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে জড়ান গিমারেস। এই গোলেই ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
অনেক আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে আছে। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সবার নিচে থাকা চিলির পয়েন্ট ১৭ ম্যাচে ১০।