দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেলেন যারা

দক্ষিণ আমেরিকা অঞ্চলকে ঘিরে বিশ্ব ফুটবলে আলাদা একট উত্তেজনা বিরাজ করে। যেমনটি দেখা গেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও। এই অঞ্চলের বাছাইয়ের আরো একটি ম্যাচ বাকি এখনো। তবে এখনই নিশ্চিত হয়েছে সরাসরি মূল পর্বে অংশ নেওয়া ৬টি দল।
আজ শুক্রবার (৫ সেপ্টম্বর) সকালে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ৫টি ম্যাচ মাঠে গড়িয়েছে। সেখানেই ফলাফল নির্ধারণ শেষে চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ছয়টি দল। আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হতে যাওয়া যাওয়া টুর্নামেন্টটিতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি সুযোগ পচ্ছে ৬টি দল। সপ্তম দলটিকে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে হবে।
মন্টেভিডিওতে আজ ঘরের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এই জয়ের মাধ্যমে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে মার্সেলো বিয়েলসার দল। বিয়েলসা এর আগেও আর্জেন্টিনা ও চিলিকে বিশ্বকাপে তুলেছিলেন। এবার উরুগুয়েকেও পৌঁছে দিলেন সেই গন্তব্যে।
আরেক ম্যাচে বারানকুইলায় বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ১৭ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া এবার ফিরছে বিশ্বকাপের মূল মঞ্চে।
আরকেটি ম্যাচে প্যারাগুয়ে খেলেছে ইকুয়েডরের বিপক্ষে। গোলশূন্য ড্র করলেও তাতেই কাজ হয়ে গেছে। কারণ, ড্র করলেই তাদের নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট। শেষ পর্যন্ত গোল ব্যবধানে কলম্বিয়ার (৭+) চেয়ে পিছিয়ে (৩+) থাকায় ছয় নম্বরে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে দলটি। ২০১০ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপে ফিরছে প্যারাগুয়ে।
এই মুহূর্তে ১৭ ম্যাচ শেষে শীর্ষে আছে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট)। তাদের পরে আছে ব্রাজিল (২৮), উরুগুয়ে (২৭), ইকুয়েডর (২৬), কলম্বিয়া (২৫) ও প্যারাগুয়ে (২৫)। এই ছয় দল সরাসরি যাচ্ছে বিশ্বকাপে। কনমেবল অঞ্চল থেকে সপ্তম দল কারা হতে যাচ্ছে সেটি নির্ধারিত হবে এই অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে।
বর্তমানে সপ্তম স্থানে ভেনেজুয়েলার পয়েন্ট ১৮ এবং আটে থাকা বলিভিয়ার পয়েন্ট ১৭। এই দুই দলের শেষ ম্যাচে নির্ধারণ হবে প্লে-অফে যাচ্ছে কারা। নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলা খেলবে কলম্বিয়ার বিপক্ষে, বলিভিয়া মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
তবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল পেরু ও চিলির বিশ্বকাপের মূলমঞ্চে খেলার আর কোনো সুযোগ নেই।
২০২৬ বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।