আন্তর্জাতিক ফুটবলে ফের নিষিদ্ধের পথে ভারত

তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ভারত। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই নিষিদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন ও বাস্তবায়ন না করলে ভারত আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কৃত হতে পারে। আজ বুধবার (২৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ফিফা ও এএফসি যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে নতুন সংবিধান চূড়ান্ত ও গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় তারা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, যদি এই সময়সীমার মধ্যে শর্ত পূরণ করা না হয়, তবে ফিফার সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এই বিষয়ে ব্যবস্থা নেবে, যার ফলে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারতের সুপ্রিম কোর্টে এআইএফএফের সংবিধানের সিদ্ধান্ত ঝুলে আছে। যদি ভারত নিষিদ্ধ হয়, তাহলে দেশটির জাতীয় দল ও ক্লাবগুলো আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এর আগে ২০২২ সালের আগস্টেও ফিফা ভারতকে নিষিদ্ধ করেছিল, যদিও সেই নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হয়।

বর্তমানে ভারতের ঘরোয়া ফুটবলও বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এআইএফএফ ও তাদের বাণিজ্যিক অংশীদারের মধ্যকার বিরোধের কারণে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে এই মৌসুমের আইএসএল শুরু হতে দেরি হচ্ছে। সবমিলিয়ে হাজার খেলোয়াড় ও কর্মকর্তা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন।