হংকংকে বড় লক্ষ্য দিল আফগানিস্তান

একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন ওপেনার সেদিকুল্লাহ অটল। দলের প্রয়োজনে কখনো ধরে খেলেছেন তো কখনও বাউন্ডারি ছাড়া করেছেন বল। তার সঙ্গে যোগ দিয়ে ঝড় তুলেন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। এই দুজনের ব্যাটে ভর করে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে বড় রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ১৮৯ রান।
টসে ডিজতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না আফগানিস্তানের। তবে দ্রুতই ফিরে গেলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫ বলে ৮)। ইব্রাহীম জাদরানও (৪ বলে ১) ধরলেন একই পথ। শুরুর সেই বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তুললেন ওপেনার সেদিকুল্লাহ অটল আর মোহাম্মদ নাবী। তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান তোলার পরে ফেরেন নাবী। এর আগে ২৬ বলে ৩৩ রান করেন তিনি।
এরপর গুলবাদাইন নাইব (৮ বলে ৫) দ্রুত ফিরলে আজমতুল্লাহ ওমরজাইকে নিয়ে আরেকটি কার্যকরী জুটি গড়ে তুলেন ওপেনার সেদিকুল্লাহ। পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে ৮২ রান তোলেন দুজন।
ব্যাট হাতে ঝড় তোলেন ওমরজাই। হংকংয়ের বোলারদের শাসন করে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। ২ চার ও ৫ ছক্কায় ২১ বলে ৫৩ রান করে ফেরেন তিনি।
বাকিদের যাওয়া-আসার ভীরেও একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত উইকেটে থাকেন ওপেনার সেদিকুল্লাহ। শুধু যে উইকেট কামড়ে থেকেছেন তা নয়, রানের চাকাও সচল রেখেছেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সেদিকুল্লাহ। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার আর ৩ ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (গুরবাজ ৮, ইব্রাহীম ১, নাবী ৩৩, গুলবাদাইন ৫, আজমতুল্লাহ ৫৩, কারিম জানাত ২, সেদিকুল্লাহ ৭৩*, রাশিদ ৩*; আয়ুশ ৪-০-৫৪-২, আতিক ৩-১-৩২-১, ইহসান ৪-০-২৮-১, এজাজ ২-০-২৬-০, ইয়াসিম ৪-০-২৩-০, কিনছিট ৩-০-২৪-২)