অদ্ভুত রেকর্ড দেখেছে এশিয়া কাপের প্রথম ম্যাচ

বড় জয় দিয়ে এশিয়া কাপের শুরুটা করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের জয় তুলে নিয়েছে আফগানরা। ওমরজাইয়ের বিধ্বংসী ব্যাটিং কিংবা ক্যাচ মিসের মহড়ার ম্যাচটিতে দেখা মিলেছে বেশ কিছু রেকর্ডের ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে পেরেছে হংকং। আফগানরা জয় পেয়েছে ৯৪ রানের বড় ব্যবধানে।
হংকংয়ের বিপক্ষে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, যা আফগানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে মোহাম্মদ নবী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২১ বলে হাফসেঞ্চুরি করেন। এছাড়া হযরতউল্লাহ জাজাই আয়ারল্যান্ডের বিপক্ষে এবং নাজিবউল্লাহ জাদরান জিম্বাবুয়ের বিপক্ষে ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
এই ম্যাচটিতে ক্যাচ মিসেরও একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে। উভয় দল মিলিয়ে দুই ইনিংসে ক্যাচ ছেড়েছে মোট ৮টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে যা যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচে এবং ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ম্যাচেও ৮টি করে ক্যাচ মিস হয়েছিল।
এছাড়া হংকংয়ের ৯৪ রানের হার এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানে হারার রেকর্ড। অবশ্য সর্বোচ্চ রানে হারের রেকর্ডটিও তাদের দখলেই, ২০২২ আসরে পাকিস্তানের বিপক্ষে শারজাহতে ১৫৫ রানে হেরেছিল হংকং। একই আসরে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছিল ভারত।