আধঘণ্টার মধ্যেই শেষ হামজাদের ম্যাচের টিকিট

দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। দর্শক মাঠমুখী হচ্ছে। ঘরের মাঠে জাতীয় দলের খেলা থাকলে টিকিটের জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে। সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে টিকিট নিয়ে হয়েছিল নানা কাণ্ড। দর্শকের আক্ষেপ ছিল না পাওয়ার।
হংকংয়ের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার দায়িত্ব দেওয়া হয় অনলাইনে টিকিটি বিক্রির প্ল্যাটফর্ম কুইকেটকে। দুপুর ২টায় বিক্রির শুরুর পর ২৪ মিনিটেই সব টিকিট ‘সোল্ড আউট।’
এই বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন ‘আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজ যে টিকিট গুলো ছেড়েছিলাম সেগুলো সবই বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২৪ মিনিট লেগেছে আর হয়তো পেমেন্ট ফেলিউর বা অন্য কিছুর জন্য হয়তো আরো ৫-৬ মিনিট লেগেছে। সব মিলিয়ে আধঘন্টার মধ্যে টিকিট বিক্রি হয়েছে।’
সিঙ্গাপুর ম্যাচে টিকেট নিয়ে বিড়ম্বনায় এবার আর টিকিফাইকে দায়িত্ব দেওয়া হয়নি। সেই ম্যাচে আগে টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই সার্ভার ডাউন হয়ে প্রায় ২ দিন টিকিট বিক্রি বন্ধ ছিল।
আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়।