বিসিবি নির্বাচন পেছানোর দাবি ঢাকার ক্লাবগুলোর, না মানলে ক্রিকেট বর্জনের হুমকি

একদিন পরই বিসিবি নির্বাচন। শেষ মুহূর্তে আবারও তৈরি হয়েছে শঙ্কা। জমে উঠেছে মাঠের বাইরের খেলা। বিসিবি নির্বাচন পেছানোসহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকার ক্লাবগুলো। আজ শনিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করেন ঢাকার সংগঠকরা।
‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’—এই ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদউজ্জামান। তার সঙ্গে ঢাকার প্রথম সারির বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকালের মধ্যে তিন দফা দাবি না মানলে সবধরণের ক্রিকেট বর্জন করা হবে। দাবিগুলো হচ্ছে—পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় বৃদ্ধি (পেছানো) করা, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা।
গত বৃহস্পতিবার ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে জানানো দাবিগুলো ছিল—বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা।