বিসিবি নির্বাচন গণতন্ত্রের জন্য অশনী সংকেত : দেবব্রত পাল

একটু আগেই ভোট দিতে এসে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক সভাপতি ফারুক আহমেদ জানালেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু তার কিছুক্ষণ পরই নির্বাচনে নানাবিধ অনিয়মের অভিযোগ তুললেন ক্যাটগারি- ৩ থেকে নির্বাচন করা দেবব্রত পাল। নির্বাচন শেষে নির্বাচন বর্জনের ঘোষণাও দিলেন তিনি।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দেবব্রত পাল। এসময় তিনি দাবি করেন, এমন নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
দেবব্রত বলেন, ‘আজকে যা হয়েছে, সম্পূর্ণ প্রভাবিত নির্বাচন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি এ ধরনের নির্বাচন হয়, আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা অশনি সংকেত। আপনাদের অনুরোধ করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গায় যাচ্ছে, যাদের হাতে যাচ্ছে, আপনারা দেখবেন। তারা বিরোধী মত রাখতে চাচ্ছেন না।’
এর আগে গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। সে সময় তামিম বলেন, মাঠের ফিক্সিং দূর করার আগে নির্বাচনের ফিক্সিং দূর করেন।
সেই কথার উদ্ধৃতি দিয়ে দেবব্রত বলেন, ‘আমাদের একজন কিন্তু বলেছিলেন, এই নির্বাচন ফিক্সিং। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিংই নয়, এর ভেতরে আরও গভীর কিছু আছে। আপনারা অনুসন্ধান করুন।’
এসময় আপনি নির্বাচন বয়কট করবেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেবব্রত বলেন, ‘যেটা ভালো কিছু নয়, অবশ্যই সেখানে থাকার কিছু নেই। সেটা বর্জন করাই ভালো।’
দেবব্রত ক্যাটাগারি-৩ থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এই ক্যাটাগরিতে এক পদের বিপরীতে মোট দুজন প্রার্থী ছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।