অনুমতি ছাড়াই ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য প্রচার করা হয়েছে : ফাউসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/12/fauci.jpg)
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি অভিযোগ করেছেন, বিনা অনুমতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে তাঁর বক্তব্য ব্যবহার করা হয়েছে। ফাউসির পুরোনো একটি বক্তব্যের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক বিবৃতিতে ফাউসি অভিযোগ করেন, অপ্রাসঙ্গিকভাবে তাঁর ওই ভিডিওক্লিপকে কাটছাঁট করে বিজ্ঞাপনে বসানো হয়েছে, যা চরম বিভ্রান্তিকর।
ফাউসি বলেন, ‘আমি তো এটা ভাবতেই পারছি না। আমার অনুমতি ছাড়াই আমার নাম ও বক্তব্য ট্রাম্পের প্রচারে ব্যবহার করা হচ্ছে। কয়েক মাস আগে টাস্কফোর্সে আমি যে বক্তব্য দিয়েছিলাম, সেটি কাটছাঁট ও বিকৃত করে প্রচারে ব্যবহার করা হচ্ছে।’
গত সপ্তাহে প্রকাশিত ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ওই বিজ্ঞাপনে ফাউসির ৩০ সেকেন্ডের একটি পুরোনো (মার্চে ধারণ করা) ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তাঁকে বলতে দেখা গেছে, করোনা মোকাবিলায় তাঁরা যে ভূমিকা রেখেছেন তা অনন্য।
এ বিষয়ে রোববার এক বিবৃতিতে ফাউসি বলেন, নির্বাচনী বিজ্ঞাপনে ট্রাম্প কোনো যোগসূত্র ছাড়াই তাঁর বক্তব্য অপ্রাসঙ্গিক ও খণ্ডিতভাবে ব্যবহার করেছেন। আসলে তিনি হোয়াইট হাউসের অনন্য ভূমিকার কথা বলেননি। তিনি বলেছিলেন, জনস্বাস্থ্যকর্মীদের অনন্য ভূমিকার কথা।
‘আমি প্রায় পাঁচ দশক জনসেবায় কাজ করছি, কিন্তু কখনই কোনো রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করিনি। জিওপি (রিপাবলিক ন্যাশনাল কমিটি) প্রচারের বিজ্ঞাপনে আমার অনুমতি ব্যতীত প্রসঙ্গের বাইরে আমার কিছু পুরোনো বক্তব্য কাটছাঁট করে ব্যবহার করা হয়েছে, যা আদতে ছিল কয়েক মাস আগের একটি বিস্তারিত মন্তব্যের অংশবিশেষ, যেখানে আমি জনস্বাস্থ্যকর্মীদের ভূমিকার কথা বলেছিলাম।’