কাবুল থেকে ৮২ হাজারের বেশি মানুষকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কাজ দ্রুত গতিতে চলছে। এর মধ্যে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১৯ হাজার জনকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে তালেবানের আফগানিস্তান দখলের পর থেকে সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৩০০ জনে। হোয়াইট হাউজ বুধবার এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, হোয়াইট হাউজের প্রধান উপ প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়ারে এক টুইটে বলেন, ‘সোমবার রাত ৩টা থেকে মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত মোট ১৯ হাজার জনকে কাবুল থেকে নিয়ে যাওয়া হয়েছে।’
যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সামরিক ফ্লাইটে করে তাদের নিয়ে যাওয়া হয়। এভাবে জুলাইয়ের শেষ থেকে মোট ৮৭ হাজার ৯০০ জন আফগানিস্তান ছেড়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক মন্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জঙ্গি হামলার হুমকির উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র চূড়ান্ত সময়সীমার মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার জন্য পাল্লা দিয়ে কাজ করছে।

‘আমরা যত দ্রুত শেষ করতে পারব, ততই ভালো হবে। অভিযানের প্রতিটি দিন আমাদের সেনাদের জন্য বাড়তি ঝুঁকি নিয়ে আসে,’ বলেছেন তিনি।
আফগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার সম্পূর্ণ করার গতিতেই যুক্তরাষ্ট্র কাজ করছে, এমনটি জানালেও এই লক্ষ্যে পৌঁছানো দেশটির নতুন তালেবান শাসকদের সহযোগিতার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বাইডেন। এর মাধ্যমে তিনি প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বাড়ানোর একটি সুযোগ খোলা রাখলেন।