কেজরিওয়ালের বাড়িতে বিজেপির বিক্ষোভ, আটক ৭০
ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তাঁর বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ করেছে। আজ বুধবার বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে কেজরিওয়ালের রাজনৌতিক দল আম আদমি পার্টি (আপ) এক বিবৃতিতে দাবি করেছে, বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করেছে। খবর ওয়ান ইন্ডিয়া ও এনডিটিভির।
আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া বলেন, ‘আজ, বিজেপির লোকেরা পুলিশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাণ্ডব চালিয়েছে। নির্বাচনে তারা কেজরিওয়ালকে হারাতে পারবে না, তাই তাঁকে হত্যা করতে চায়।’
কেন্দ্রে শাসক দলের নেতারা কেজরিওয়ালের বিরুদ্ধে সিনেমায় দেখানো কাশ্মীরি হিন্দুদের ‘গণহত্যা’ নিয়ে উপহাস করার অভিযোগ করেছেন। হামলার পরপরই গণমাধ্যমে মণীশ সিসোদিয়া দাবি করেছেন, বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে ‘হত্যা’ করতে চায়, কারণ তারা তাঁকে নির্বাচনীভাবে পরাজিত করতে পারেনি।

আম আদমি পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা দিল্লি পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর অনুমতি দিয়ে ভাঙচুর করার সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, বিজেপি যুব মোর্চার প্রায় ১৫০-২০০ বিক্ষোভকারী দিল্লি বিধানসভায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে তাঁর মন্তব্যের প্রতিবাদ করতে সকাল সাড়ে ১১টার নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবনে আসে। পুলিশ দাবি করেছে, তারা ‘তাৎক্ষণিক’ ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে দিয়েছে এবং প্রায় ৭০ জনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা।