পেনসিলভানিয়ায় ভুয়া ব্যালট সরবরাহের অভিযোগে দুজন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/11/07/2-arrest-photo.jpg)
মার্কিন নির্বাচনে ভোট গণনার মধ্যেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে থেকে সশস্ত্র অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘ট্রাকভর্তি ভুয়া ব্যালট সরবরাহ’ করার অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ শনিবার এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অ্যান্তোনিও লামোত্তা (৬১) ও জশোয়া ম্যাসিয়াস (৪২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে এসেছিলেন। অনুমতি ছাড়াই ভোট গণনা কেন্দ্রের সামনে অস্ত্রসহ অবস্থান করছিলেন তারা।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগ্নেয়াস্ত্রসহ ট্রাকে করে কে বা কারা ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের দিকে যাচ্ছে এমন খবর পেয়ে মাঠে নামে পুলিশ। এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/11/07/2-arrest-photo-1.jpg)
এদিকে, মার্কিন নির্বাচনে ভোটের তিন দিন পেরিয়ে গেলেও এখনো চলছে গণনা। ব্যাটলগ্রাউন্ড খ্যাত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা হয়েছে ৯৯ ভাগ, জর্জিয়া অঙ্গরাজ্যে ৯৯ ভাগ, নেভাদায় ৮৭ ভাগ, নর্থ ক্যারোলাইনাতে ৯৯ ভাগ এবং অ্যারিজোনায় ৯০ ভাগ। শুক্রবারও এসব অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে গেলেন। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, একটি অঙ্গরাজ্যে জয় পেলেই বাইডেন পৌঁছে যাবেন ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল ভোটে।
নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ডাকযোগে পাঠানো ভোট গণনায় দেরি হচ্ছে।