পুতিন-কিমকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে চীন, অভিযোগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে নিয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীন তার সবচেয়ে বড় বিজয় দিবস প্যারেড আয়োজন করেছে, যা ছিল চীনের সামরিক শক্তির এক প্রদর্শনী।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন, যেহেতু আপনারা (চীন) আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
এর আগে চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে এমন পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনকে যুক্তরাষ্ট্র যে ‘বিপুল সমর্থন ও রক্ত দিয়েছে’, সে কথা উল্লেখ করেন। চীনের এই প্যারেডটি জাপানের আত্মসমর্পণের ৮০ বছর এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে চীনের বিজয়ের স্মরণে অনুষ্ঠিত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিজয় ও গৌরবের জন্য চীনের অভিযানে অনেক মার্কিনি মারা গেছে। আমি আশা করি, সাহস ও আত্মত্যাগের জন্য তাদের যথাযথভাবে সম্মানিত ও স্মরণ করা হবে!’
এই প্যারেডে শি-এর সঙ্গে ২৬ জন রাষ্ট্রপ্রধান যোগ দেন, যার মধ্যে কিম এবং পুতিনও ছিলেন। পর্যবেক্ষকদের মতে, এটি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা, যারা এসব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার বিষয়ে দূরে থাকে।
ট্রাম্পের শুল্ক ইস্যুটি বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার পর থেকেই চীন নিজেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
ট্রাম্প তার শুল্কারোপকে মার্কিন স্বার্থ ও শিল্প রক্ষার জন্য অপরিহার্য বলে মনে করেন। ধারণা করা হচ্ছে, এজন্য যেকোনো কূটনৈতিক মূল্য দিতে তিনি প্রস্তুত। বিবিসির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল—তিনি বিশ্বাস করেন কি না বেইজিং এবং তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। এর জবাবে ট্রাম্প বলেন, ‘না। মোটেও না। চীনের আমাদেরকে প্রয়োজন।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আমাদের চেয়ে চীনেরই আমাদের বেশি প্রয়োজন।’

আলাদাভাবে, মঙ্গলবার একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মধ্যে জোট গঠন নিয়ে তিনি চিন্তিত নন। ডোনাল্ড ট্রাম্প স্কট জেনিংস রেডিও শোতে বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে আমেরিকার এবং তারা কখনোই আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে না।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি পুতিনের ওপর ‘খুব হতাশ’। কারণ গত মাসে আলাস্কায় তাদের বৈঠকের সময় ইউক্রেনের জন্য একটি শান্তি চুক্তি করতে তারা ব্যর্থ হন।
ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ, আমি এটা বলতে পারি।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের ‘মানুষকে বাঁচতে সাহায্য করার জন্য কিছু করবে।’ তবে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।