রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি : আশরাফ ঘানি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/16/ashraf_ghani.jpg)
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই গতকাল রোববার আফগানিস্তান ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
রোববার ফেসবুকে এক পোস্টে দেশ ছাড়ার বিষয়ে আশরাফ ঘানি লিখেছেন, এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন তিনি—সশস্ত্র তালেবানের মুখোমুখি হবেন, নাকি যে দেশের জন্য ২০টি বছর দিয়েছেন, সে দেশ ছেড়ে যাবেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আশরাফ ঘানি লেখেন, ‘আমাকে সরিয়ে দিতে তালেবান পুরো কাবুল ও বাসিন্দাদের ওপর হামলা করতে এসেছে। রক্তপাত এড়াতে দেশ ছেড়ে যাওয়া ভালো হবে বলে আমি মনে করেছি। তরবারি আর বন্দুকের ওপর নির্ভর করে তারা বিজয়ী হয়েছে। এখন আমাদের দেশবাসীর সম্মান, সম্পদ আর আত্মমর্যাদা রক্ষার দায়িত্বও তাদের।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/08/16/ashraf_ghani_inside.jpg 687w)
তবে, আশরাফ ঘানি তাজিকিস্তান নাকি উজবেকিস্তান গিয়েছেন, তা এখনও পরিষ্কার নয়।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ৭২ বছর বয়সী আশরাফ ঘানি দীর্ঘদিন বিদেশে কাটিয়েছেন। ২০০১ সালে তালেবানের পতনের পর তিনি দেশে ফিরে আসেন। ২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হন।