সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৬ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/18/saudi.jpg)
সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৬ হাজার ৬০৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একটি সরকারি প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।
গত ৮ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত, আবাসনের নিয়ম লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার ৮৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৪২২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার দায়ে এবং আরো ২ হাজার ২৮৯ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য গ্রেপ্তার করা হয়।
সরকারি ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরো ৩৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/18/capture.jpg)
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ সৌদিতে অবৈধভাকে প্রবেশে সহায়তা করছে, এমন তথ্য পাওয়া গেলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৬০ হাজার ডলার (১০ লাখ সৌদি রিয়াল) পর্যন্ত জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।