সৌদি আরবে জুমায় তাবলিগি গ্রুপ আল-আহবাবের ভুলভ্রান্তি তুলে ধরার নির্দেশ

সৌদি আরবের ইসলাম, প্রচার ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশটির মসজিদগুলোতে গত শুক্রবার জুমার খুতবায় তাবলিগ জামাত সম্পর্কে সতর্ক করার নির্দেশনা দিয়েছেন। এতে সৌদি আরবে আল-আহবাব নামে পরিচিত তাবলিগি গ্রুপের ভুলভ্রান্তি তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত সোমবার এ সংক্রান্ত নির্দেশনা পোস্ট করা হয়।

টুইটে ইমামদের উদ্দেশে মন্ত্রীর পক্ষ থেকে চার দফা নির্দেশনার কথা বলা হয়।
১. এ গোষ্ঠীর ভয়াবহতা, ভুলভ্রান্তি ও বেঠিক নির্দেশনা সম্পর্কে আলোকপাত করুন। এরা সন্ত্রাসের প্রবেশদ্বার, যদিও তারা ভিন্ন দাবি করে থাকে।
২. তাদের প্রধান প্রধান ভুলগুলো তুলে ধরতে হবে।
৩. সমাজের প্রতি তারা কতটা ভয়াবহ, তা তুলে ধরতে হবে।
৪. ‘তাবলিগ ও দাওয়াহ গ্রুপ’সহ যেকোনো ধরনের দলের সঙ্গে সংশ্লিষ্টতা সৌদি আরবে নিষিদ্ধ, সেটিও উল্লেখ করুন।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সৌদি আরবে ঢালাওভাবে তাবলিগ জামাত নিষিদ্ধ হয়েছে বলে যে খবর দিয়েছে তার সত্যতা মেলেনি। সংবাদ সংস্থা এএনআই একইভাবে সংবাদ প্রকাশ করেছে।