মুম্বাই হামলার ‘পরিকল্পনাকারী’ হাফিজ সাঈদ গৃহবন্দি

মুম্বাই হামলার ‘মূল পরিকল্পনাকারী’ পাকিস্তানের নাগরিক হাফিজ সাইদকে গৃহবন্দি করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় সোমবার পাকিস্তানের লাহোরে সাঈদকে গৃহবন্দি করা হয়।
লাহোরে জামাত-উদ-দাওয়ার (জেইউডি) প্রধান কার্যালয়ে হাফিজ সাঈদকে পুলিশি হেফাজতে রাখা হবে। ধর্মীয় সেবামূলক এই প্রতিষ্ঠানটির প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
নাদিম আওয়ান নামে জেইউডির এক মুখপাত্র বলেন, ‘তাঁকে (সাঈদ) গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশি হেফাজতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।’
‘পুলিশের গাড়ির সঙ্গে জেইউডির বেশ কিছু সমর্থক সাঈদের বাড়ির দিকে যাচ্ছিল।’
২০১২ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সাঈদকে গ্রেপ্তার ও দোষী সাব্যাস্ত করার বিষয়ে কোনো তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। সে সময় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হিসেবে সাঈদের নাম ঘোষণা করা হয়।
তবে সাঈদের দাবি, তিনি অনেকদিন ধরেই লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত নন। বর্তমানে তিনি জেইউডির সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক কাজ করেন।
২০০৮ সালে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড বা প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয় সাঈদকে। ওই হামলায় নিহত হন ১৬০ জন মানুষ।