দক্ষ কর্মীর উৎস বাংলাদেশ

সৌদি আরবের ব্যক্তি খাতে কর্মী সংকট রয়েছে। এ জন্য দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদেশি কর্মীদের নিয়োগ দিতে হয়। এ ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন কর্মীর উৎস হয়ে উঠেছে বাংলাদেশ। কারণ, বাংলাদেশি কর্মীরা দক্ষ, তবে পারিশ্রমিক কম দিতে হয়। গতকাল শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর মধ্যে বেশির ভাগের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে ব্যক্তি খাতে আগামী এক দশকে অনেক শ্রমিক প্রয়োজন হবে। আর এ ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিশ্বাসযোগ্য কর্মীর উৎস হিসেবে পরিণত হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। আর বৈদেশিক মুদ্রা মজুদের ক্ষেত্রেও একক বড় উৎস হিসেবে পরিণত হয়েছে। ২০১৫ সালে দেড় হাজার কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ফলে কর্মী রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ১৯৭৬ সালে সৌদি আরবে ২১৭ অভিবাসী শ্রমিক নিয়োগ পায়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ১৬ হাজার ৪৮০। বর্তমানে সৌদিতে মোট ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।