সড়ক দুর্ঘটনায় সৌদিতে এনটিভির নাজরান প্রতিনিধি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নিজ কর্মস্থল নাজরানে যাওয়ার পথে গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এনটিভির নাজরান প্রদেশের প্রতিনিধি ইমরান হোসেন নিহত হয়েছেন। তাঁর সঙ্গী ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদও ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ফারুক আহমেদ জানান, প্রবাসী ইমরান হোসেন (৪২) সৌদি আরবের ব্যবসার পাশাপাশি গণমাধ্যমের জন্য কাজ করতেন। টাঙ্গাইলের নাগরপুরে জন্ম নেওয়া ইমরান আহমেদ ঢাকার সাভারে বসবাস করতেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদ থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ করে নিজ কর্মস্থল নাজরান যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এনটিভি সৌদি আরব দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সেলিম রেজা, এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান সাংবাদিক ফারুক আহমেদ চানসহ আরো অনেকে।