অভিশংসনের পথে দিলমা রুসেফ

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে মত দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ। এখন অভিশংসনের বিষয়টি বিবেচনার জন্য সিনেটে পাঠানো হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিবিসি জানিয়েছে, সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের অভিযোগে সম্প্রতি দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুতের দাবি ওঠে। এর আগেই দেশটির কংগ্রেশনাল কমিটি তাঁর অভিশংসনের পক্ষে মত দেয়।
স্থানীয় সময় রোববার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেসের নিম্নকক্ষে ভোট শুরু হয়। ভোট এখনো চলছে। তবে অভিশংসনের পক্ষে এরই মধ্যে দুই-তৃতীয়াংশ ভোট পড়েছে। নিয়ম অনুযায়ী কোনো সিদ্ধান্ত গৃহীত হতে এর পক্ষে নিম্নকক্ষের ৫১৩ ভোটের দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৩৪২ ভোট পেতে হবে।
জানা গেছে, প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের বিষয়টি ব্রাজিলের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানেই অভিশংসনের বিষয়টি কার্যকরের পক্ষে সিদ্ধান্ত হবে। আর সিনেটে অভিশংসন কার্যক্রমের সময় দিলমা রুসেফ দুবার আবেদন করতে পারবেন। এই কার্যক্রমের সময় দিলমা রুসেফের বিরুদ্ধে দেশটির আদালতে মামলাও চলবে।
অভিযোগের শুরু থেকেই দিলমা রুসেফ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আসছেন। এমনকি এই ষড়যন্ত্রের সঙ্গে তাঁর ভাইস প্রেসিডেন্টও যুক্ত বলে তিনি দাবি করেন।