মেক্সিকোর তেলের প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত তিন

মেক্সিকোর দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য ভেরাক্রুজে একটি তেলের প্ল্যান্টে বড় মাত্রায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৮ জনের বেশি আহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ভেরাক্রুজের কোয়াতজাকোলকস বন্দর শহরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেমেক্সে এই বিস্ফোরণ ঘটেছে। ভেরাক্রুজের প্রশাসন এ তথ্য জানিয়েছে।
পেমেক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যার দিকে প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিস্ফোরণের পর এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ধোঁয়ার সম্ভাব্য ক্ষতি কমাতে চেষ্টা করা হচ্ছে।
তেলের প্ল্যান্টে বিস্ফোরণের ভয়াবহতা থেকে রক্ষা করতে কয়েকশ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
পেমেক্স জানিয়েছে, তাদের এক অঙ্গপ্রতিষ্ঠান মেক্সিকেম প্ল্যান্টের যে অংশের ব্যবস্থাপনা করত, সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে।
এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে মেক্সিকোর উত্তরাঞ্চলের অঙ্গরাজ্য তামাউলিপাসে একটি গ্যাসের প্ল্যান্টে বিস্ফোরণে ৩৩ জন নিহত হন।
আর ২০১৩ সালের জানুয়ারিতে মেক্সিকো সিটিতে পেমেক্সের প্রধান কার্যালয়ে বড় ধরনের বিস্ফোরণে নিহত হন ৩৭ জন।
আর ২০১৫ সালেও মেক্সিকোর উপকূলবর্তী এলাকাগুলোতে পেমেক্সের বিভিন্ন কারখানায় ছোট-বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।