কুয়েতের প্রধানমন্ত্রী আসছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।
কুয়েতের প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী স্পেশাল ভিভিআইপি ফ্লাইটটি মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। পরে সফররত কুয়েতের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে।
কুয়েতি প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের তিনদিনব্যাপী রাষ্ট্রীয় সফরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন।
একই সঙ্গে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ সংক্রান্ত তিনটি চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
ঢাকায় অবস্থানকালে শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ এবং ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বাঙালি জাতির জনক এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন করবেন এবং হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজেও অংশগ্রহণ করবেন। এ ছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বৃহস্পতিবার কুয়েতি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল কক্ষে বৈঠকের কথা রয়েছে।
উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও ভারপ্রাপ্ত তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা এবং পররাষ্ট্রবিষয়ক উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রদূত খালেদ সুলায়মান আল-জারাল্লাহ।
কুয়েত চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধিদলও এ সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফর করবেন। তাঁরা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন। এ ছাড়া একটি মিডিয়া প্রতিনিধিদলও এই সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশে তিনদিনের সরকারি সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রীর আগামী বৃহস্পতিবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।