সৌদি আরবের তেলমন্ত্রীকে অব্যাহতি

সৌদি আরবের তেলমন্ত্রী আলী আল নাইমিকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। আলী আল নাইমি সৌদির অন্যতম প্রভাবশালী মন্ত্রী বলে খ্যাত ছিলেন।
বিবিসির খবর অনুযায়ী, ১৯৯৫ সাল থেকে তেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাইমি। এবং তিনি ছিলেন বিশ্বজুড়ে তেলের দাম কমার প্রেক্ষাপটে তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবের বের হয়ে আসার পরিকল্পনার বিরোধী।
এদিকে নাইমির বিদায়ের পর সৌদি রাষ্ট্র-মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর চেয়ারম্যান খালিদ আল ফালিহ তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে সৌদি গেজেটের সূত্রে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি আরো জানায়, তেলমন্ত্রীকে অব্যাহতিতে রাজকীয় এই আদেশ সৌদি সরকারের তেল সেক্টরকে ব্যাপকভাবে পুনর্বিন্যস্ত করার একটি বিস্তৃত পরিকল্পনার অংশ। এর অংশ হিসেবে আজ দেশটির তেল মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় নাম রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমছে। আর এতে ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে তেলনির্ভর অর্থনীতির দেশগুলো। আর এ ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সবার ওপরে আছে সৌদি আরব। তেলের দাম কমায় বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী এই দেশটির জাতীয় আয়ের এক-তৃতীয়াংশ কমে গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছিল দেশটির অর্থ মন্ত্রণালয়।