চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বুধবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে আজ সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, দেশটিতে কাল মঙ্গলবার ঈদ হচ্ছে না। আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। আজ সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত বুধবারে ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
আর সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়।
আগের দেওয়া ঘোষণা অনুসারে, আজ সন্ধ্যায় সৌদি আরবে বৈঠকে বসে দেশটির শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে। কমিটি সিদ্ধান্ত দেয়, দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আরো একদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত রোজা রাখতে হবে। আর ঈদ হবে বুধবারে।
এক মাসের রোজা পালনের পরে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন।