নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। আজ রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি টের পেয়েছে ক্রাইস্টচার্চ শহর। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম মেট্রো নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর ক্রাইস্টচার্চ থেকে প্রায় ৭৫ মাইল দূরে। ভূমিকম্পের পর নিউজিল্যান্ডের বেশ কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ক্রাইস্টচার্চের বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পটি অনেক শক্তিশালী এবং দীর্ঘক্ষণ স্থায়ী ছিল। এরই মধ্যে দেশটির মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়ির ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
২০১১ সালের পর এবারই প্রথম এত বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই বছর রিখটার স্কেলে ভূমিকম্প মাপা হয়েছিল ৬ দশমিক ৩। ওই ভূমিকম্পে নিউজিল্যান্ডে প্রায় ১৮৫ জন মানুষ মারা যায় এবং শহরের বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।