ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২, আহত ২৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/03/bhaart-thaamb.jpg)
ভারতের আসাম রাজ্যের গোলাঘাট জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে হওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশের তথ্যমতে, গোলাঘাট জেলার দেরগাঁওয়ের পার্শ্ববর্তী বালিজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোলাঘাটের পুলিশ সুপার রাজেন সিং ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আজ ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা হয়।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বাসে করে গোলাঘাটের কামারবন্ধা এলাকার তিলিঙ্গানা মন্দিরে যাচ্ছিল এক দল লোক। বাসটি বালিজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/01/03/bhaart-in.jpg)
ঘটনাস্থল থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে রাজেন সিং বলেন, ‘সেগুলো দেরগাঁওয়ে রাখা হয়েছে। আহত ২৭ জনকে উদ্ধার করে জোরাট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।’
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজেন সিং।